FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

The Chestnut Man (2021) Series review by Lebu (Spoiler free)

The Chestnut Man (2021) Series review by Lebu (Spoiler free)

*



Series Name : Kastanjemanden ( The Chestnut Man )

Genre: Crime || Drama || Mystery

Director : Kasper Barfoed, Mikkel Serup

Language : Danish ( English Available )

IMDb: 7.7/10

Rotten Tomatoes : 100%

Personal : 5 / 5




চেস্টনাট কি সেটা আগে জেনে নি, এটা মূলত একপ্রকার বাদাম। তবে আমাদের দেশে এই বাদাম গাছ আমি এই পর্যন্ত দেখি নি বা আমার পরিচিত কয়েকজনকে জিজ্ঞাস করেও ভালো উত্তর পাই নি।
যাই হোক বলতে পারেন এটা আমাদের দেশের কাঠ বাদামের ভাই-ব্রাদার।


এই পুরো সিরিজে এই চেস্টনাটের বিশাল একটা স্থান আছে।
কোন প্রকার স্পয়লার ছাড়া বেসিক টা জানিয়ে দি।


সিরিজ টা শর্ট সিরিজ, মাত্র ৬ এপিসোড এর। প্রতি এপিসোড সর্বচ্চো ৫২ মিনিট করে।
ব্যাপার টা এমন যে ছোট ছোট বাচ্চার মায়েরা কোন এক কিলার এর হাতে খুন হচ্ছে বীভৎস ভাবে।

হাত পা কেটে আলদা করা + বেধরম মার দেয়া ইত্যাদি করে তারপর মেরে ফেলা হয়।

দুইজন ডিটেকটিভ লেগে যায় সেই খুনের খুনিকে ধরতে। আর প্রতিটা খুনের পাশে একটা জিনিস কমন থাকে, একটা চেস্টনাট ম্যান।

চেস্টনাট ম্যান কেমন তা পোস্টার দেখে বুঝতে পারছেন, আমরা ছোট বেলায় ডুমুর দিয়ে এরকম মানুষ বানাতাম আর সেটা বিক্রিও করতার মার্বেলের বিনিময়ে।


যাই হোক প্রতিটা ক্রাইম সিন এই এই চেস্টনাট ম্যান থাকতো, এটা আসলে একটা সিগনেচার, প্রতিটি সিরিয়াল কিলার ই তাদের আবছা নাম ক্রাইম সিন এ ফেলে যায় যা বাস্তবেও সত্য।



সিরিজ টা কেনো দেখবেন? আসুন পয়েন্ট আকারে জেনে নি-

১. গতানুগতিক সিরিয়াল কিলার রা খুনের পিছনে খুব একটা রিজন রাখে না, তাদের খুন করতে ভালো লাগে তাই করে। কিন্তু এই সিরিজে দেখানো কিলিং গুলোর সুপার স্ট্রং একটা মোটিভ আছে, একটা পর্যায়ে গিয়ে আপনি এটাও বলতে পারেন " ঠিক ই হইছে "
আমি তো বলসি, আপনিও বলতে পারেন তার সম্ভাবনা ৯৫%


২. সিরিজে বর্তমানের কঠিন একটা সত্যি উন্মোচন করা হয়েছে। মানুষ দিন দিন তাদের মস্তিষ্ক বিক্রিত করে ফেলছে, তাদের ইঞ্জয়মেন্ট গুলা ডার্ক হয়ে যাচ্ছে। যাকে বলে পৈচাশিক আনন্দ পেতে চায় তারা। এটা একটা ব্যাধি। অসুস্থ ফ্যান্টাসি মানেই ব্যাধি। এটা ঠেকানো বা কমানোর দায়িত্ব আসলে সমাজ এবং দেশের উপর। যখন তা ব্যার্থতায় পরিণত হয় তখন কেউ কেউ বেছে নেয় ভিন্ন পথ।


৩. পাপ বাপকেও ছাড়ে না। এই ছোট কথার বড় ব্যাখ্যা পাবেন এই সিরিজে। প্রতিটা জিনিস তখন লজিকাল মনে হবে।


৪. আর হ্যা, কিলারকে আপনি কখনই গেস করতে পারবেন না। প্রায় সময় আমরা মুভি বা সিরিজ দেখতে দেখতে গেস করে ফেলি যে ভিলেন কে বা এরকম কিছু, বিলিভ মি, এটায় পারবেন না, চেস্টা করে দেখতে পারেন।


৫. অসাধারণ সিনেমাটোগ্রাফি। আহ দেখেই শান্তি লাগে শট গুলা। ডেনমার্ক অনেক সুন্দর একটা দেশ, বিশেষ করে শহুরে এলাকা গুলো বেশি সুন্দর। রেগুলার বিল্ডিং গুলাও এরা জোস আর্কিটেকচার দিতে পারে। এই সিরিজ এ প্রতিটা এপিসোডে কয়েকবার করে আপনারা শহরের লং শট দেখতে পাবেন যা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। সাথে কালার গ্রেডিয়েন্ট টা স্টোরির ডার্কনেসের সাথে মিল রেখে করা হয়েছে। শীত প্রধান দেশ তাই আকাশটা বরাবরই মেঘলা।




আমার কাছে পুরো সিরিজটা বেশ ইঞ্জয়মেন্টের ছিলো, আমি এরকম ডিটেকটিভ - ক্রাইম ধাচের মুভি সিরিজ খুব পছন্দ করি। অনেকসময় এসব সিরিজ মুভি একটু স্লো হয় যেমন: ট্রু ডিটেকটিভ, ফারগো এসব সিরিজ স্লো। তবে এই সিরিজটা ফাস্ট ফরোয়ার্ড। সব সময় একটা ব্যাতি-ব্যাস্ততা লক্ষনীয়।



সব মিলিয়ে যারা ক্রাইম থ্রিলিং পছন্দ করেন, আজ ই দেখে ফেলুন।
নেটফ্লিক্সে পেয়ে যাবেন অথবা আপনারা আপনাদের ডাউনলোড মেথড ইউজ করে ডাউনলোড করে দেখে নেন।


ধন্যবাদ সবাইকে।

*




8 Comments 127 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024