FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

দৈনন্দিন জীবনে ইসলামঃ [১] দোয়া কি?

দৈনন্দিন জীবনে ইসলামঃ [১] দোয়া কি?

*

দোয়াঃ
দোয়া অর্থ ডাকা, কোন কিছু চাওয়া, প্রার্থনা করা প্রভৃতি। বিনয়ের সাথে আল্লাহর নিকট প্রার্থনা করা হল দোয়া। আল্লাহ বলেন,

وَقَالَ رَبُّكُمُ ٱدْعُونِىٓ أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ ٱلَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِى سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ ٦٠

"তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমার কাছে প্রার্থনা কর, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। (আল-মুমিন : ৬০)"


নবী করীম (সা) বলেন, “কোন মুসলিম ব্যাক্তি যদি আল্লাহর নিকট দোয়া করে এবং সে দোয়ার মধ্যে পাপ ও আত্মীয়তা ছিন্ন করার কথা না থাকে, তবে আল্লাহ উক্ত দোয়ার বিনিময়ে তাকে তিনটির যেকোনো একটি দান করেন।
১. তাঁর দোয়া দ্রুত কবুল করেন, অথবা
২. তার প্রতিদান আখেরাতে প্রদানের জন্য জমা রাখেন, অথবা
৩. তার থেকে অনুরূপ আরেকটি কষ্ট দূরীভূত করেন।
একথা শুনে সাহাবীগণ বললেন, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব।
রাসুলুল্লাহ (সা) বললেন, আল্লাহ আরও বেশি দোয়া কবুল কারী। (আহমদ, মিশকাত)”


দোয়া করার কতিপয় বৈশিষ্ট্যঃ
• ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সুন্দরতম নামের অসিলায় বিনয়ের সাথে নীরবে দোয়া করা।
• অজু করে কিবলা মুখি হয়ে নেক আমলের মাধ্যমে গভীর আগ্রহের সাথে দোয়া করা এবং কবুলের জন্য ব্যস্ত না হওয়া।
• হারাম খাদ্য, পানীয়, বস্ত্র বর্জন করে দু’রাকাত সালাত আদায়ের পর আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দরূদ পড়ে দোয়া করা।
• অপরাধ স্বীকার করে বিশুদ্ধ নিয়তে দোয়া করা।


দোয়া করার উত্তম সময়ঃ
১। সালাতে সিজদায় এবং শেষ বৈঠকে তাশাহুদের পর।
২। ক্বাদরের রাত্রিতে ও আরাফার দিন।
৩। আজানের সময়, আজান ও ইকামাতের মধ্যকার সময় এবং যুদ্ধের সময়।
৪। জুম’আর দিন ইমামের মিম্বরে বসা হতে সালাত শেষ না হওয়া পর্যন্ত সময়।
৫। শেষ রাতে এবং ফরজ সালাতের পর।

*




1 Comments 145 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024