
DAD JOKEs on FD Users
1. ফ্রেন্ডসডায়েরী যদি উত্তর কোরিয়ার কোনও সাইট হতো তাহলে তাদের সেই সাইটের লিডারের নাম কি হতো?
→ MostaKIM JONG-UN
2. BT টিম যদি আরও ২-৩ টা থাকতো তাহলে তাদেরকে একসাথে কি নামে ডাকতেন?
→ BTS
3. হলুদ_হিমুর গায়ে হলুদে তার বন্ধুরা তাকে কি বলবে?
→ হলুদ_দিমু?
4. আপনার গ্রামের বাড়িতে দুটো একই রকম দেখতে টিউবওয়েল লাগালেন, সে দুটো টিউবওয়েল কে কি বলবেন?
→ টুইনকল
5. রাজীব দা তার ল্যাবে এক ধরনের জীবাণু আবিস্কার করলেন, সেই জীবাণুর নাম কি হবে?
→ রাজীবাণু
6. কুইন আমেরিকাতে যদি একটি পানশালা প্রতিষ্ঠা করে তাহলে তার নাম কি হবে?
→ Qui Inn
7. সাবিরা যদি ঋণ নেয় তাহলে তাকে তার বান্ধবী রা কি বলবে?
→ ফ্লোঋণ
8. Fariyaa কে তার কাছের মানুষ কাছে কি নামে ডাকবে?
→ Neariyaa
9. রোজলিন ফটো তুলতে গেছে, ক্যামেরাম্যান তাকে কি বলবে?
→ পোজলিন
10. Neel যদি সিনেমা বানায় তাহলে মানুষ সেই সিনেমা কে কি বলবে?
→ নীলছবি
11. একটি লকারের তালা কেউ খুলতে পারেনা, একমাত্র Yamazaki ছাড়া। তাহলে তাকে সবাই বলবে?
→ Yamaza-Key
12. আপনার ঘরের Bin টা খুঁজে পাচ্ছেন না, পরে দেখলেন সেটি অনেক দূরে পড়ে আছে। তাহলে এই Bin টার নাম কি দিবেন?
→ DurBin
13. Faris যদি নিস্পাপ, গুনাগার না হয়। তাকে সবাই কি বলবে?
→ FarisTa
14. Bablyর জন্ম আফগানিস্তানের কাবুলে হলে তার নাম কি হতো?
→ কাবলি
15. শাহরিয়ার কান্না করতেছে তার বউ এসে তাকে কি বলবে?
→ Shahriar_Haso
16. Frozen ভাইয়ের কাছে তার বন্ধু টাকা চাইলো। তিনি বললেন সুদ দিতে হবে। তাহলে তার বন্ধু তাকে কি বলবে?
→ হালা মাসুদখোর
17. Kotha1র হাজব্যান্ড বৃষ্টির রাতে কি গায়ে দেন?
→ নকশী কথা
18. রুমানা ভাবী যদি মোস্তাকিম ভাইকে বন্ধুদের সাথে ড্রিংক্স করার জন্য মানা করেন। বাট বন্ধুরা তাকে ফোর্স করলে তিনি কি জবাব দিবেন?
→ বউ আমাকে ড্রিংক্স করতে রু-মানা করেছে
19. আসলাম ভসের বন্ধুরা তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় কি বলবে?
→ গেলাম৪২০
20. হানিফ (Opurbo) যদি পরিমণী কে কাঁধে করে নিয়ে ঘোরে তাহলে লোকজন তাকে কি বলবে?
→ হানিফ পরী-বহন
এমন আরও Dad Jokes পেতে চাইলে কমেন্ট করে পাশে থাকুন।