বছর শেষ প্রায় ২০ দিন, ব্যস্ততার কারণে পারি নি এই বছরের দেখা মুভি গুলোর রিভিও দিতে পারি নি। তবে এই টপিকে আমার দেখা ২০২২ এর বেস্ট ১০ মুভি এবং আমার ই দেখা সব চেয়ে বাজে ১০ মুভির তালিকা এবং সাথে ২/৩ লাইনের রিভিও দিলাম ইঞ্জয় দা শোঃ
Top 10 movies of 2022-
1. The batman
2. All quiet on the western front
3. Everything Everywhere all at once
4. Top Gun: Maverick
5. Bullet Train
6. Glass Onion
7. The outfit
8. The Menu
9. The Northman
10. The pale blue eye
Honorable mention: The adam project, smile,the black phone, the gray man,Death of nile,enola Holmes 2
1. The batman-
Imdb - 7.8/10 Rotten Tomatoes - 85% Personal - 4.5/5
আইকনিক একটা মুভি এটা। আমার মতে ব্যাটম্যানের রোল মারাত্মক ভাবে পোট্রের্ট করতে পেরেছে + সুপার ভিলের রিডলার সে তো ব্যাটম্যানের চেয়ে বুদ্ধিতে এক কাঠি উপড়ে।
এটা একটু যুদ্ধ রিলেটেড মুভি, ১ম/২য় বিশ্বযুদ্ধের লাখো খন্ড থেকে সামান্য একটি খন্ড চিত্র। লোমহর্ষক ছিলো সময় গুলো, শর্টে বললে দুইজনের উপর দায়িত্ব পড়ে যে একটা নিউজ এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে সাপ্লাই করে দিতে হবে। এই নিউজ ক্যারি করে কিভাবে যায় তারা তার চিত্র উপস্থাপনা করা হয়েছে।
3. Everything Everywhere all at once
Imdb- 8/10 Rotten Tomatoes - 95% Personal- 4.4/5
এই মুভি এমন একটা মুভি যে এটাকে আমি বেস্ট লিস্টেও রাখেছি, আবার টপ গার্বেজ লিস্টেও রাখসি, বেস্ট লিস্টের টা এখানে বলি, গার্বেজ টা গার্বেজে গিয়ে দেখবেন।
বেস্ট এই কারণে যে যে জিনিস টা আমরা মাল্টিভার্স বলতে বুঝি সেটা এত প্রোপারলি আর কোন মুভিতে উপস্থাপনা করা হয় নি। আমরা ডক্টর স্ট্রেঞ্জ এর মাল্টিভার্স অফ ম্যাডনেস এ যে চেয়েছিলাম, যেমম ভিজুয়াল, কন্সেপ্ট চেয়েছিলাম তার ১০০ গুন ভালো করে এই মুভিতে দেখানো হয়ছে। কালার গ্রেডিং, কস্টিউম প্লে, ক্যামেরা শেকিং সব কিছু পার্ফেক্ট ছিলো। রিয়েল মাল্টিভার্স এটাকেই বলে।
আমরা যারা মুভি দেখি কিংবা না ও দেখি তাদের সবার জানা টম ক্রুস এমন একটা এক্টর যে তার মুভি মানেই টপ-নচ ব্যাপার স্যাপার। টপ গান এই মুভিতেও তার কোন ব্যাতিক্রম করে নি। ইভেন এই মুভি করার জন্য এয়ারফোর্স এর পাইলট হতে হয়েছে তাকে। এমন ট্রেনিং ই নিছে যে লাইসেন্স ও পেয়ে গেছে এই এয়ারক্রাফট উড়ানোর 😅 অনবদ্য একটা মুভি, সব কিছুর পিনিক এখানে আছে। হাল্কা রোমান্স, ভরপুর ইমোশন আর উড়াউড়ি।
5.Bullet Train
Imdb- 7.3/10 Rotten Tomatoes - 54% Personal- 4/5
এই বছরে হাল্কা ব্যাতিক্রম মুভি ছিলো বুলেট ট্রেন। অসাধারণ এক্টর ব্রাড পিট এর মুভি। যারা মুভি দেখে ব্রাড পিট রে চিনে তারা ভাগ্যবান, আর যারা এএঞ্জেলিনা জোলি র এক্স জামাই হিসাবে চিনে তাদের জন্য স্যাড লাইফ। যাই হোক মুভিটে বেশ ইন্টেরেস্টিং, সব কিছু সব কিছুর সাথে কানেক্টেড। যেকোন ঘটনা ঘটার পিছনে পাস্ট এর একটা কানেকশন থাকে, এটাই বুঝানো হয়েছে। এই কন্সেপ্ট ডার্ক সিরিজ দেখা মানুষ এর কাছে পান্তা ভাত। বেশ ইঞ্জয়েবল মুভি, এক্টিং জাস্ট অস্থির!
....... এর পরবর্তী মুভি এটা। ডিটেক্টিভ মুভি, এক্টর এর নাম এর চেয়ে মানুষ তার আইকনিক চরিত্রকে চিনে। হ্যা জেমস বন্ড এখন ডিটেকটিভ। কলকাতার ভাষায় টিকটিকির লেজ 😅 যেটাই হোক মুভিতে দারুন একটা হাইডিং রোল প্লে হয়, যেটা ডিটেকটিভ মুভিতে সব চেয়ে বেশি দরকার। সো যারা অনুসন্ধান টাইপ কিছু লাইক করেন তারা অবশ্যই দেখে নিবেন।
ক্লাসিকাল ভাইভ দেয়ার জন্য এনাফ একটা মুভি। কোল্ড ব্লাডেড একটা ফিল্ম এটা। বুড়ো এক দর্জির প্যাচে পড়া আর উঠা সব টাই। এটার কোন কিছু না বলে আমি বলব যে ব্লেংক ধারণা নিয়ে দেখতে বসে যান। ভালো লাগা সুনিশ্চিত
এই মুভি ছিলো আমার দেখা ২০২২ এর লাস্ট মুভি, আর লাস্ট মুভি এভাবে পিনিক দিবে ভাবতে পারি নি, প্রথমে আমার নজর কাড়ে নি এটা। পরবর্তীতে একটু গোড়ামি করেই দেখতে বসেছিলাম, দেখার পর বুঝলাম সিদ্ধান্তে আমার কোন ভুল নাই। ইঞ্জয় করেছি মুভিটা। এটাকে আমি থ্রিলিং, ক্রাইম, সাইকোলজি সব তেই ফালাইতে পারি। আরেকটা ব্যাপার। নাম দা মেনু হলেও, কোন খাবার দেখেই আপনার মুখে পানি আসবে না 😅
এটা ২০২২ এর শুরুর দিকের মুভি সম্ভবত। এইটার স্টোরি যদি মুভিতে না নিয়ে সিরিজে নিয়ে যেত তাহলে ভাইকিংস এর লেভেলে চলে যেত। দারুন স্টোরি। অনেক ফাইটিং আর একটা প্রোপার লজিক্যাল কন্সেপ্ট এ বানানো মুভি। আমি বরাবর ই ভাইকিংস দের ফ্যান, তাই আমার কাছে আরো বেশি ভালো লাগছে। ফাইটিং + একটা ভালো স্টোরি এন্ড ইন্ডিং চাইলে, গো ফর ইট।
10. The pale blue eye
Imdb- 6.7/10 Rotten Tomatoes - 63% Personal- 4/5
ক্রিস্টিয়ান বেল এর মুভি কিভাবে মিস করব আমি। আর এই মুভিটা আমার জন্য একদম খাপে খাপ। আমি ইংল্যান্ড এর পূর্বের কমিউনিটির একজন ফ্যান। তাদের কথা আর গেটাপ আমার কাছে ভালো লাগে। অসাধারণ ইংলিশ ওয়ার্ড ইউজ করে এরা, সকল মনের ভাব প্রকাশ করতে পারে। সোজা কথায় ইংল্যান্ডের ক্লাসিকাল ভাইভ এটাতে ভরপুর পাওয়া যাবে। আর মুভির স্টোরি একটা ডিটেক্টিভ এর বাট বাট বাট, স্টোরির মোড় এমন ভাবে ঘুরবে যে শুয়ে থাকলে উঠে বসা লাগবে এমন অবস্থা। তবে একটা লাইন ক্রিটিসাইজ করি সেটা হলো কম ধৈর্যের আর কম কথা বেশি একশন দেখা মানুষ গুলো র এটা দেখতে বসলে স্লো মনে হবে। তাই তাদের ব্যাপার আমি বলতে পারতেসি না। আমি সংলাপ প্রেমি মানুষ তাই আমার কাছে খুব উঁচু ডাইলগ ডেলিভারি ভালো লাগে।
এবার গার্বেজ মুভির দিকে যাই, এই লিস্টের সব গুলা আমার মতে গার্বেজ। তাই এদের স্টোরি ইলাবোরেট করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তবুও এক লাইন লিখেই যাব। আর হ্যা, দেখার ভুল কইরেন না 😆
Now,
Worst Hollywood movies of 2022-
1. Black Adam
2. Thor love and thunder
3. Everything Everywhere all at once
4. Doctor Strange in the Multiverse of Madness
5. Nope
6. Morbius
7. Fantastic Beasts: The Secrets of Dumbledore
8. Goodnight Mommy
9. Spiderhead
10. The Man from Toronto
1. Black Adam
Imdb- 6.4/10 Rotten Tomatoes - 39% Personal- -5/5
বছরের সেরা হাইপড মুভি এটাই ছিলো। ডিসি ইউনিভার্সের সব চেয়ে বড় কাঠামোর মুভি ছিলো এটা। এন্টি হিরো টাও এমন যে এর কাছে সব চুনোপুঁটি ( সুপারম্যান বাদে)
যাই হোক এটার স্টোরি এত লেইম আর এক্টিং এত জঘন্য, আমার আত্মারামের কাছে আমার মাফ চাইতে হইছে এই মুভি কোন কারণে দেখলাম আমি।
আর মিস্টার রক ভুলে গেছে সে এখন আর wwe তে নাই, সে এখন হলিউড এ ওর প্রতিটা মুভিতে একি স্টাইল, একি এটিটিউড একি এক্টিং ওরে সামনে পাইলে কেউ বইলেন ভাই মুভি wwe এর রিং না
-haste-
2.Thor: love and thunder
Imdb- 6.3 Rotten Tomatoes - 63% Personal- 1/5
সিরিয়াস মুভিটারে লেইম কমেডি বানাই দিসে, সিটকম ও না, কমেডি। থর এর ভেলু তো আগেই কমসিলো, এইটায় বেচারা সুপার ভিলেন গডবুচার রেও ফানি বানাই দিসে
এই মুভি গার্বেজ লিস্টে রাখার একটা পার্সোনাল কারণ আছে। সেটা হলো এই মুভির স্টোরি আইডিওলজি। আমি LGBTQ+ এর চরম বিরোধী, তাই এই কন্সেপ্ট আমার ফালতু লাগে। আমরা যারা এশিয়ান এরিয়ার মানুষ, তারা সবাই ফেমেলি ডিপেন্ডেন্ট মানুষ। আমদের মা বাবা পরিবার আমাদের কিছু কমন রুলজ এ রাখছে ছোট থেকেই। গালি দেয়া যাবে না, বড় দের সম্মান করতে হবে, উলটা পালটা কস্টিউম পড়া যাবে না। রাত এর একটা সময়ে অবশ্যই বাসায় ফিরতে হবে ইত্যাদি ইত্যাদি। এখন এটা আমার মতে একটা ব্লেসিং বাট এই মুভিতে দেখানো হইছে এগুলোই নাকি সব চেয়ে বড় সমস্যা এবং স্ট্রেইট না থাকা এটা স্বাভাবিক ইত্যাদি। এসব আইডলজি আমার কাছে গর্ত করা ডোবা, যার মূল্য আমার কাছে জিরো। মা বাবার সামনে আমরা শিখি নি F ওয়ার্ডের বাক্য অহরহ বলা যায়। যাই হোক এটা আমার ব্যাক্তিগত। যদি এগুলো হজম করতে পারেন তাহলে this movie gonna blow your mind.
4. Doctor Strange in the Multiverse of Madness
Imdb- 6.9/10 Rotten Tomatoes - 74% Personal- 2/5
মোস্ট ডিসাপয়েন্টিং মুভি অফ দা ইয়ার। এটাকে ইয়ারের সবচেয়ে ফালতু কিসিমের মুভির এওয়ার্ডে নমিনি করা উচিত আর নাম চেঞ্জ করে দেয়া উচিত Wanda: The brainless mother
5. Nope
Imdb- 6.9/10 Rotten Tomatoes - 83% Personal- 1/5
এই মুভি দেখে আমি জীবনের ১৩০ মিনিট বরবাদ করছি। এত বেকুব মার্কা লজিক। নেভের ওয়াচ
ব্যাক টু ব্যাক রিলিজ, ব্যাক টু ব্যাক ফ্লপ। একটা মুভি যেটা প্রথম রিলিজ এ ভরাডুবি করে, তারপর মিম সোসাইটিতে মিম এর জন্য খুব হাইপড হয়। এই হাইপ দেখে প্রডুসর ভাবে আবার রিলিজ দি, আবার রিলিজ দেয়, আবার ফ্লপ খায় 🤣 গ্রেট জোক অফ দা এরা।
7. Fantastic Beasts: The Secrets of Dumbledore
Imdb- 6.2/10 Rotten Tomatoes - 46% Personal- Unga Bunga
কিসের সাথে কি মিলাচ্ছে কিসের সাথে কি হচ্ছে কই থেকে কই যাচ্ছে বুঝতে বুঝতেই ছবি শ্যাশ
8. Goodnight mommy
Imdb- 5.6/10 Rotten Tomatoes - 40% Personal- 2/5
এটা মূলতো ২০১৪ এর মুভি, সেটার হুবুহু রিমেক ২০২২ এ এসে করে। পূর্বের মুভিটা একটু দেখার মত ইন্টেরেস্টিং হলেও ২০২২ এর টা তেমন জুতের না। এখন হতে পারে আমি আগেই দেখসিলাম আগের টা বলে এইবারের টা ভালো লাগে নাই। বাট আমার ২০১৪ এর টাও তেমন ভালো লাগে নাই। অযাথা একটা সাসপেন্স ক্রিয়েটের চেস্টা করা হয়েছে এবং তারা ব্যর্থ।
Just ignore this shit like you ignore your ex's text
10. The Man from Toronto
Imdb- 5.8/10 Rotten Tomatoes - 23% Personal- Are you comedy me?
কাস্ট ভালোই নিসিলো বাট তাদের দিয়ে এক্টিং করিয়ে নিতে পারে নাই। sitcom করতে গিয়ে Shitcom করে ফেলসে।
এই ছিলো আজকের মত, কারো কোন মুভিতে আগ্রহ থাকলে কিংবা একদম ডিটেইলস রিভিও লাগলে আমাকে জানাবেন ( কমেন্ট অর ইনবক্সে)। আমি অবশ্যই চেস্টা করব ইলাবোরেট টাইপ রিভিও দিতে সেটায়।
এই কথা মাথায় রাইখেন এটা আমার ব্যক্তিগত দেয়া রিভিও, আমার Shit লিস্টে থাকা কোন মুভি যদি ভালো লাগে আপনার, অথবা আমার best লিস্টে থাকা মুভি যদি আপনার কাছে Shit টাইপ লাগে সেটা আপনার ব্যক্তিগত। আমার তাতে কোন যায় আসে না। ধন্যবাদ
আর এই টপিক নিয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।
সবাই ভালো থাকবেন ভালো মুভি উপভোগ করবেন
Posted By: lebu_vai (Premium User!)
Post ID: 6934
Posted on: 4 months 3 days ago
Authorized by: holud_himu
13 Comments215 Views
lebu_vai
-ccare-
2 months 5 days ago
mahmud
অনেকগুলা দেখার মতো মুভি লিস্ট পেয়ে গেলাম। ধন্যবাদ.... (polai)