আগামি ২৮ নভেম্বর আসিতেছে ২২ সালের এসএসসি ব্যাচের রেজাল্ট ডে।-ohno1- পরীক্ষায় অংশ গ্রহণকারী আপু ভাইয়াদের জানানো যাচ্ছে যে, খাটের তলে, আলমারির ভেতরে, টেবিলের নিচে মোট কথা যেথায় আছে চিপা চাপা সেথায় লুকিয়ে পরুন। পারলে কয়েকদিন এর খাবার সাথে নিয়ে লুকান। খবরদার টোস্ট বিস্কুট বা মচমচে টাইপের কিছু নেওয়া যাবেনা।+nono+ কোনো এক গবেষণায় দেখা গেছে এসব খাবার চাবানোর সময় কুড়মুড় আওয়াজে চারিদিকে তুফান উঠে যায়। এমন বিপদের সময় লুকিয়ে এসব খাওয়া খুবই রিস্কি। ফোন ট্যাব জাতীয় কিছু নেওয়া যাবেনা এগুলার আলোতে আবার সবাই ভুত ভেবে ওঝা ডেকে পিটানো শুরু করবে আপনাকে।+afraid+ নিলেও ডার্ক মুডে ইউজ করতে হবে, এবং সাইলেন্ট রাখতে হবে । বাসায় লাঠি,ঝাড়ু, স্কেল যা আছে সবকিছু লুকিয়ে ফেলুন।-shhh- খুব সতর্কতার সাথে নিশ্বাস ফেলতে হবে টের পেলেই খবর হয়ে যাবে -afraid1- এতো ঝামেলা না চাইলে রেজাল্টের আগের দিন প্রোয়জনীয় উপাদান সাথে নিয়ে রাতের অন্ধকারে চুপি চুপি বাড়ি থেকে ৩ দিনের জন্য পালিয়ে যান।-hrun-
❝সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিরাপদে আশ্রয় নিন। অন্যদের সাবধান করে তাদেরকেও নিরাপদে নিয়া যান। ওহ হ্যাঁ, পাশের বাসার আন্টিদের থেকে ১০০ হাত দূরে থাকবেন(এটা শুধু রেজাল্টের জন্য নয়, আজীবনের জন্য😵💫)।❞ -runaway-
Just for fun -hi5-
Posted By: sabira (Premium User!)
Post ID: 6929
Posted on: 10 months 6 days ago
Authorized by: HiRA
11 Comments203 Views
HeRO
Haha Huhu
4 months 1 day ago
sabira
অপ্স এমন্তা হয়না কেন আমাদের ক্ষেত্রে 🥲
10 months 6 days ago
bably
আমার এস এস সি র রেজাল্ট কবে দেবে আমি জানতামই না... আব্বু কপি নিয়া আইসা বলে নে তোর রেজাল্ট। হাতে মিষ্টি দেখে বুঝে নিছিলাম ভালোই করছি। তাই আগে কোন ভয় টয় ছিল না (mock)