
দেখা যাক কার শৈশব কত সুন্দর ছিল?
১। কাদামাটি নিয়ে শিল্পকর্ম করেছেন?—২
২। ফল/ফুল চুরি করেছেন?—৩
৩। বিলে নৌকা নিয়ে বা বরশি দিয়ে মাছ ধরেছেন?—৪
৪। সেচ পাম্পের পানিতে গোসল করেছেন?—৪
৫। বেয়ারিং এর গাড়ি বা টায়ার চালিয়েছেন?—৪
৬। লাটিম, গুলতি বানিয়েছেন বা খেলেছেন?—৫
৭। সুপারি পাতার গাড়িতে চড়েছেন?—২
৮। ঘুড়ি বানিয়েছেন পলিথিন আর ঝাড়ুর শলা দিয়ে?—৪
৯। স্কুল পালিয়েছেন?—৩
১০। ম্যাচের কাঠির বারুদ দিয়ে পটকা বানিয়েছেন?—১
১১। উঁচু গাছ বা ব্রীজ থেকে ঝাঁপ দিয়েছেন পুকুরে বা নদীতে?—৫
১২। ঝড়ের মধ্যে আম কুড়িয়েছেন?—৫
১৩। কাগজের বল বানিয়ে ক্রিকেট বা ফুটবল খেলেছেন?—৪
১৪। কাদাপানিতে লুটোপুটি করে বৃষ্টিতে ভিজেছেন?—২
১৫। সন্ধ্যার পরে অন্ধকারে লুকোচুরি বা চোরপুলিশ খেলেছেন?—৫
১৬। মার্বেল খেলতে গিয়ে ধরা খেয়ে মাইর খেয়েছেন?—৩
১৭। হারিকেন পরিস্কার করে আগুন জ্বালিয়েছেন?—২
১৮। ডাংগুলি, গোল্লাছুট, দাড়িয়াবাধা খেলেছেন?—৫
১৯। খেলতে গিয়ে দুধভাত হয়েছেন কখনো?—১
২০। মুরগি/কুকুরের তাড়া অথবা গরুর লাথি বা গুতা খেয়েছেন?—৫
২১। পাতা দিয়ে টাকা বানিয়ে কেনাকাটা করেছেন?—২
২২। ছেলে হয়ে মেয়ে বা মেয়ে হয়ে ছেলের জামা পড়েছেন ছোটবেলায়?—১
২৩। চাকতি ঘুরিয়ে লটারি জিতে আইসক্রিম খেয়েছেন?—২
২৪। পুরনো বই খাতা টিন কাঁচের বোতল দিয়ে কটকটি খেয়েছেন?—৫
২৫। কাউকে বিচার দিয়ে মার খাইয়েছেন? বা অন্য কারো বিচারে মার খেয়েছেন?—৩
২৬। রিক্সা, নৌকা, সাইকেল থেকে নিচে পরেছেন বা হাঁটতে গিয়ে ড্রেনে পরেছেন?—৪
২৭। ক্লাসে শুধু কথা বলার জন্য কখনো মার বা শাস্তি পেয়েছেন?—২
২৮। পুরনো কলম পুড়িয়ে বেলুন বানিয়েছেন?—২
২৯। কলাগাছ দিয়ে ভেলা বানিয়েছেন?—৫
৩০। ডুব দিয়ে নিচ থেকে শালুক তুলেছেন বা পুকুরের গভীরতা মেপেছেন?—৫
#ফলাফল:
*১-২০—এইটা ‘ফার্মের মুরগী’ গ্রুপ; আপনারা ননীর পুতুল, ছোটবেলায় তেমন কিছুই করেননি! ‘আম্মু বকবে’ টাইপের, তবে পড়াশুনায় ভালো ছিলেন! :P
*২১-৫৬—এই গ্রুপের পোলাপান পালিয়ে সিনেমা হলে সিনেমা দেখে, পাড়ার মেয়েদের সাথে ভাব জমায়, খেলাধূলায় ও লেখাপড়ায় অমনোযোগী, অন্যান্য পোলাপানের মুরুব্বি ছিলেন! .p.
*৫১-৮০—এইটা ব্যালেন্সড গ্রুপ; খেলা, লেখাপড়া, টিভি দেখা, স্কুল পালানো সব করেছেন, সব বিষয়ে পাসও করেছেন! 😁
*৮১-১০০—আপনাদের জন্য ‘শিশু বিশ্বকাপ’; ছোটবেলায় কিছু করা বাকি নেই, লিজেন্ড! +bhaha+
আলহামদুলিল্লাহ্ উপরের সব গুলাই করেছি আমি।
-proud-