FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

একবিন্দু জল

একবিন্দু জল

*

এক ফোঁটা জলের জন্য সুদূর এক প্রদেশ থেকে এসেছিল সে।
জলের সন্ধানে সে ঘুরত এক দেশ থেকে অন্য দেশে ।
কত সমুদ্র, কত নদী, কত সাগর পার করে সে এসেছিল ।
সবাই যখন তাকে দেখতো তারা অবাক হয়ে চেয়ে থাকত তার দিকে ।
তারা বলত কত বড় মূর্খ তুমি !
এত জল চতুর্দিকে ,
তাও তুমি এক ফোটা জল খুঁজে চলেছ? তোমার চোখ দুটো কি অন্ধ ?
এত জলের মাঝেও তুমি এক ফোটা জল খুঁজে পাচ্ছোনা ?
সে বলেছিল না ।
যুগ যুগ ধরে আমি ঘুরে বেরিয়েছি অনেক মরুপ্রান্তরে জঙ্গলে নগরে গ্রামে দেশে দেশান্তরে।
সেখানে লুকিয়ে আছে এক বুক চাপা কান্না ।
কিন্তু এক ফোটাও জল নেই ,
তাই আমি বেরিয়ে পড়েছি ,
সমগ্র বিশ্ব ব্রহ্মান্ড তন্ন তন্ন করে খুঁজতে।
কোথাও কি সেই কান্নার বহিঃপ্রকাশ স্বরূপ এক ফোটা জল আমি পাব না?
তখন তাকে উত্তর দিয়েছিল নাম না জানা বিষন্ন এক তরুণী ।
সে বলেছিল যে জল এর সন্ধান তুমি করছো তা আছে ।
আমি দেখেছি তা একফোঁটা বা দু'ফোঁটা নয় ,সহস্র ফল্গুধারার মতো বয়ে চলেছে তা।
আমি দেখেছি তাকে বয়ে চলতে যুদ্ধ ও পরাধীনতার গ্লানি তে,
আমি দেখেছি তাকে ক্ষুধার মধ্যে অবিরত ক্রন্দন করতে ,
আমি দেখেছি তাকে নারীর মানহানিতে, আমি দেখেছি তাকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে,
নির্দয়তার কঠোর তাপে তা আজ বাষ্পীভূত হয়ে গেছে।
তাই তুমি বৃথাই ঘুরে বেরিয়েছ কিন্তু খুঁজে পাওনি তাকে।

*




0 Comments 346 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024