১.নিজেকে আরও স্মার্ট করে তুলতে হবে। সবকিছু জানার চেষ্টা করতে হবে। কোনদিনই সেটা দরকার নাই বললে জানবো না এরকম হলে চলবে না। যে কোন সময় কাজে লাগতে পারে।
২. সব সময় নিজের মধ্যে একটা আই ডোন্ট কেয়ার ভাব থাকতে হবে। আমার জন্য আমিই যথেষ্ট এটা সবসময় মনে রাখতে হবে।
৩. স্বনির্ভরশীল হতে হবে এবং নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। অন্যের উপর কখনো নির্ভরশীল হওয়া যাবে না।
৪. মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। তাহলে নিজেও উপযুক্ত সম্মান পাওয়া যাবে।
৫. অনেকে কোন বিপরীত লিঙ্গের সাথে কথা বললে ঘাবড়ে যা ক কোন কোন ক্ষেত্রে য়, অভ্যাস না থাকায় এমনটা হয়। এমনটা করা যাবে না। সব সময় ধীর স্থির ও স্বাভাবিক থাকতে হবে।
৬. কোনো মেয়ে একটু হেসে কথা বললে ধরে কিন্তু আদপে অধিকাংশ ক্ষেত্রেই কেসটা তেমন নয়। ফলে আপনি যদি প্রেম-গদগদ হয়ে তার সঙ্গে মেলামেশা করতে শুরু করেন, তাহলে সে স্বভাবতই বিরক্ত হবে। একটু হেসে কথা বললেই ধরে নেওয়া যাবে না যে আমি আপনার প্রেমে পড়ে গেছেন।
৭. মেয়ে মানেই বোকা, ন্যাকা— এমনটাই ধারণা করা যাবে না। এবং আপনার কথাবার্তা আচার-আচরণে সেই প্রকাশও করা যাবে না। তাহলে স্বভাবতই মেয়েরা আপনাকে এড়িয়ে চলবে।
৮.মানসিকতাকোনও মেয়ে কখন আপনাকে এড়িয়ে যেতে চাইছে, কখন সে চাইছে একা থাকতে তা তো কোনও মেয়ে আপনাকে স্পষ্ট করে বলবে না, বরং তার আচরণ থেকে এটা আপনাকে নিজেকেই বুঝে নিতে হবে। তা যদি না বোঝেন, তাহলে যে কোনও মেয়ের কাছে আপনি বিরক্তির কারণ হয়ে উঠবেন।
৯. নিজের জন্য একটা স্পেস রাখতে হবে। কখনোই এটা শেয়ার করা যাবে না।
১০. সব সময় নিজের ক্যারিয়ারের উপর নজর রাখতে হবে। নিজের অবস্থান ঠিক রাখতে হবে।
১১. কেউ যদি আপনার কাছ থেকে চলে যেতে চায় তাহলে যেতে দিন । জোর করে ধরে রাখার দরকার নাই।
Posted By: arafat_dhaka
Post ID: 6892
Posted on: 1 year 2 months ago
Authorized by: holud_himu