FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

তাসবীর দানা পর্বঃ ০৫ - ওযু জান্নাতের চাবি

তাসবীর দানা পর্বঃ ০৫ - ওযু জান্নাতের চাবি

*

মিরাজের রাতের ঘটনা!
বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পার করে চলছেন রহমাতুল্লিল আলামীন রাসুল সাঃ! আল্লাহর নির্দেশ মোতাবেক যখন তিনি জান্নাত দেখতে গেলেন! সেখানে শুনলেন তিনি একজনের পায়ের শব্দ। সাইয়্যেদুল কায়েনাত তিনি!! চিনে ফেললেন কার পদচারনা! খুশি হলেন, অবাক ও হলেন। কোন আমলের গুনে আল্লাহ তাকে এই মর্যাদা দান করলেন!? প্রশ্ন আমার নবী সাঃ এর মনে !

মিরাজ শেষ!
সেই সাহাবীর সাথে সাক্ষাত হল রাসুল সাঃ এর, জিজ্ঞাসা করলেন " তুমি এমন কি আমল কর যার বরকতে তুমি আমার আগে জান্নাতে পৌছে গেছ?? তিনি অবাক হলেন! জবাব দিলেন ইয়া রাসুলুল্লাহ সাঃ আমি তেমন কিছুই করি না! তবে আমি যখনই অপবিত্র হই আমি ওযু করে নেই এবং সাথে দুরাকাত নামাজ আদায় করে নেই। আর যদি কোন গুনাহ করে ফেলি তবে সাথে সাথে দুরাকাত নামাজ আদায় করে নেই!

শুধুমাত্র সব সময় পবিত্র থাকার জন্য তার পদধ্বনি শোনা যায় ঐ জান্নাতে! সব সময় সহজ ভাবে পবিত্রতা আদায়ের মাধ্যম হচ্ছে ওযু, নামাজ জান্নাতের চাবি আর নামাজের চাবি হচ্ছে ওযু! পবিত্র কোরআনে এক আয়াতে আল্লাহ তায়াল ওযুর সকল ফরজ বর্ননা করেছেন।

বলতে পারবেন কি?
১.সাহাবীর নাম কি ছিল?
২. ওযুর ফরজ সম্বলিত আয়াতটি কোন সুরার কত নম্বর
আয়াত?

*




0 Comments 294 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024