FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

মৃত্যু

মৃত্যু

*

মৃত্যুর পর আমাদের শরীরের কি ধরনের পরিবর্তন সাধিত হবে? এক নজরে জেনে নিন।

1) তিন দিন পর নখ পড়ে যেতে শুরু করে
2) চার দিন পর চুল ক্ষয় হওয়া শুরু করে
3) পাঁচদিন পর মস্তিষ্ক গলে যেতে শুরু করে
4) ছয়দিন পর পাকস্থলি গলে মুখ দিয়ে এবং গোপন অংগ দিয়ে বের হতে থাকে
5) ষাট দিন পর হাড় ছাড়া কিছুই থাকেনা

এবার একটু ভাবুন তো,
একটু চিন্তা করুন মনোযোগ দিয়ে ...
যদি এই মুহুর্তে আমি বা আপনি মারা যাই তাহলে উপরোক্ত ঘটনাগুলো শুরু হবে আমার অথবা আপনার দেহের।
আপনার কিংবা আমার কোন অস্তিত্ব থাকবেনা অহংকার করার জন্য। সাজার জন্য অথবা পরিপাটি হওয়ার জন্য।

* তাহলে কি জন্য কিংবা কোন বিষয়ে আমরা অহংকার করব?
* কি কারনে আমরা আল্লাহর অবাধ্য হব?
* কোন অজুহাতে আমরা নামাজ ছেড়ে দেব?
* মৃত্যু নিশ্চিতভাবেই আমাদের জন্য অপেক্ষা করছে জেনেও কি কারনে আমরা গাফলতির মধ্যে সময় কাটাব?

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 'মিনহা খালাক নাকুম ওয়াফিহা নুয়িদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তা রাতান উখরা।'
অর্থাৎ, 'মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি, এই মাটিতেই আবার ফিরিয়ে দেব। এই মাটি থেকেই আবার আমি তুলে আনব।'
- সূরা ত্বাহা ২০ : ৫৫।

আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, 'ইকতারা বালিন্নাছি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিম মু' রিদুন।'
অর্থাৎ, 'মানুষের সামনে আজ হিসাবের দিন উপস্থিত আর মানুষ আজ গাফিলতির মধ্যে নিমজ্জিত।'
- সূরা আম্বিয়া ১।

তাই আসুন, সব ধরনের গীবত শেকায়েত, অহংকার পরিত্যাগ করে আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহন করি। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি এবং আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই।।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওফিক দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে রক্ষা করুন।

*




2 Comments 453 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024