FriendsDiary.NeT | Friends| Inbox | Chat
Home»Archive»

Paatal Lok Series Review by Lebu

Paatal Lok Series Review by Lebu

*


Indian Web Series
Name : Paatal Lok
Genres: Crime Thriller, Crime Fiction
Platform : Amazon Prime
IDMb : 7.6/10
Personal : 3.5 / 5


( আমার রেটিং দেয়ার কারন অবশ্যই বলব)


ইন্ডিয়ান সিরিজ মানেই যে ১৮+, অল টাইম গালাগালি বা ভিত্তিহীন কিছু তা কিন্তু না।

অনেক সিরিজ আছে যার আমরা নাম ই জানি না অথচো স্টোরি লাইন, এক্টিং সব ই খুব ই সুন্দর।

তার মধ্যে একটা হলো পাতাল লোগ সিরিজ টা।

৯ এপিসোড নিয়ে সিজন আর মুটামুটি স্ক্রিন রান টাইম ১ ঘন্টা করে প্রতি এপিসোডে।



ছোট ভাবে স্টোরি বলি যাতে স্পয়লার না হয়ে যায়।
পাতাল লোক মানে এই দুনিয়াতে যারা আছে আরকি, খুব সুন্দর ভাবে এই কন্সেপ্ট টা ক্লিয়ার কর হয়েছে।
আর কিছু অসাধারন ডায়লোগ আপনার মনে গেথে যাবে।
স্টোরি টা যতটা সাধাসিধা লাগে প্রথম প্রথম আসলে তার চায়ে অনেক অনেক বেশি কমপ্লেক্স হয়ে উঠে ধীরে ধীরে।
সব সময় কিছু না কিছু চলতে থাকে বিধায় সিরিজ স্লো মোটেও বলা যাবে না। যথেষ্ট ফাস্ট সিরিজ।


কাহিনী একটা পুলিশ ডিপার্টমেন্ট, ১জন নিউজ রিপোর্টার এবং ৪ জন সদ্য ধরা আসামীর।
কুল কিনারা করতে না পেরে যখন ৪ জনের হিস্টোরি হাতানো হয় তখন ধীরে ধীরে বেরুই আসে আসল কাহীনি আর ভয়ানক কিছু পরিনতির।


৪ জনের ৪ রকম লাইফ, ৪ রকম ধান্দা, কিন্ত ৪ জন কেনো একসাথে হলো সেটার মিস্ট্রি খুজতে খুজতে পুলিশ হয়্রান


এই সিরিজে দেখতে পারবেন যোগ্য লোক কিভাবে অবহেলিত হয় প্রশাসন এর রাজনীতি তে, আর সন্ত্রাসীদের জীবনের বিনিময়ে কিভাবে নেতাদের পেট চলে।

সনাতন ধর্মের মধ্যে পাণ্ডুলিপি বা জন্মের সময় কাল স্থান ভেদে যে জন্মকুণ্ডলী লিখা হয় সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে।
সিরিজে এটার একটা টাচ পাওয়া যাবে

খুব সুন্দর ভাবে প্রতিটা জিনিস উপস্থাপনা করা হইসে।


মজার ব্যাপার হলো আপনি এটার লাস্ট এপিসোডে গিয়েও বুজতে পারবেন না আসল রহস্য টা কি। যারা থ্রিলার পছন্দ করে সাথে মাখা মাখা ক্রাইম তাদের জন্য এই সিরিজ পান্তা ভাতের সাইডে ১ প্লেট কাচ্চি।
(এলাচি বাদে)


নির্দিষ্ট কিছু কারণ যা আপনাকে এই সিরিজের প্রতি টানবে:

১) থ্রিলার প্রিয় মানুষ কোন কারণ দেখা ছাড়াই সিরিজ টা দেখে ফেলবে

২) সমাজে চোখের আড়ালে কত পাপ আর অবিচার হচ্ছে তার ধারনা পাওয়া যাবে।

৩) শুধু একটা মানুষ এর উপর জীবন ডিপেন্ড করলে পরিনতি কত ভয়ানক হতে পারে তা বুঝতে পারবেন।



না দেখার কারণ :

" কোন কারন নাই, বাচ্চা বুড়া গুড়া সবাই ই দেখতে পারবেন কিছু কিছু সিন টান দিয়া 😶 "


পার্সোনাল রেটিং:

পার্সোনাল রেটিং ৩.৫ /৫ দেয়ার কিছু কারন আছে,

চিন্তা করতে পারেন আমি হিন্দি ভাষা বুজতে পেরেও হিন্দি সিরিজ ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখসি।
এর কারণ হইলো ওভারস্মার্ট ইংলিশ চয়ন,।
সিরিজ এ উচ্চ লেভেলে যারা আছে সবাই ইংলিশ এ কথা বলে, যার কোন প্রয়োজন ই ছিল না,।


ইংলিশ হলেও হতো কিন্ত উচ্চারণ এর ধরন না ব্রিটিশ, না আমেরিকান, না ইতিলিয়ান, না রাশিয়ান না কোন জাতের।
সব মিক্স করে একটা হ য ব র ল উচ্চারন নীতী তে কথা বলা হয়েছে সিরিজে যার ফলে রেটিং এ ১ পয়েন্ট কাটা ফরজ।


আর ০.৫ পয়েন্ট কেটেছি এই কারনে যে যার উপর বেইস করে সিরিজ তার স্ক্রিন প্লে + ডায়লগ খুব ই কম তুলনামূলক ভাবে, যা আমাকে ইমব্যারেস করে দিসে। দর্শক অবশ্য ই কেন্দ্র বিন্দুর ইশারা পছন্দ করবে


এই দুই কারনে পয়েন্ট কেটেছি পার্সোনাল ভাবে, যা আপনার সাথে নাও মিলতে পারে, এটা সম্পূর্ণ আমার মতামত।


সিরিজের ফিনিশিং টা খুব ই দারূন মানে যাকে বলে আপনাকে সেটিস্ফাইড করতে পারবে।

হয়তো সিজন ২ আসতে পারে বাট শিউর না এখনো।


সবাইকে দেখার অনুরোধ থাকলো
ধন্যবাদ সবাইকে

*




0 Comments 574 Views
Comment

© FriendsDiary.NeT 2009- 2024