![]() তোর দিনকাল কেমন চলছে বন্ধুরা..?? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো..!! চেয়ারে বসে পায়ের উপর পা রেখে হাতে ফোনটা নিয়ে চুপচাপ বসে পড়ুন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব সেটা হল ভিসিএফ বা মধ্যরাত্রের গোপন খেলা..!! যেখানে তোমার বাহু পেশীতে শক্তি থাক বা না থাক চাইলেই তুমি ছয় মারতে পারবে..!! তুমি জোরে দৌড়াতে পারো কিংবা না পারো ব্যাপার না,, প্রতি ঘণ্টায় 200 কিলোমিটার গতিবেগে তুমি বল করতে পারবে..!! বেশি মাথা খারাপ না করে সোজা টপিকে চলে এলাম..!! আজ আমি বলব সেই সব মহান খেলোয়াড়দের নিয়ে যাদের ছাড়া ভিসিএফ সম্পূর্ণ অচল..!! # #anik590## :- বাচ্চা ছেলেটির ভিসিএফ খেলার প্রতি খুবই আগ্রহ..!! বেচারা এতই ভিসিএফ পাগল যে রাতদিন গাধার মত পরিশ্রম করে কে কি পোস্ট দেয় সেইটা একটা ডায়েরিতে লিখে রেখেছে..!!VCF চলাকালীন সেই ডায়েরি দেখে Analysis করে পোস্ট দেয়..!! তাকে যদি সে ভালো পারফর্ম করে তাহলে অনিকের বক্তব্য হয় - "ডায়েরি বার করে পোস্ট দিলাম..!!"-don- আর যদি ব্যর্থ হয় তখন বলবে - "মাত্র অনলাইনে এসে দেখলাম আমার পোস্ট টাইম ডাইরি বার করার সুযোগই পেলাম না..!!" -hehe- # #Amanz## :- শুরুতে তাকে কেউ কোন টিমে নিত না..!! আস্তে আস্তে আমাঞ্জ টীমে জায়গা পেতে শুরু করে..!! শুরুর দিকে ভালো পারফর্ম না করলেও পরবর্তীতে সে ভালো খেলে দলকে অনেক বার জিয়েছে..!! -yes- অনেক চেষ্টা এবং হোস্ট এর তেল মারার পর আমার ক্যাপ্টেন হয়..!! -rofl- বর্তমানে মধ্যরাত্রের ভিসিএফ খেলায় আমানয একজন সাকসেসফুল ক্যাপটেন..!!তার বোলিং স্টাইল এমন যাতে ব্যাটসম্যান বেশি রান না নিতে পারে..!! কিন্তু এফডিতে তো ট্যালেন্টেড ব্যাটসম্যানের অভাব নেই..!! - nono- হাজার অ্যানালাইসিস করা আমানযকেও FD ব্যাটসম্যানরা গুড়িয়ে দেয়..!! # #Lebu_vai## :- এই কাগজি লেবুকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই..!! এফডি বিখ্যাত সেরা ডাকস্টারদের তালিকায় তার নাম সব সময় উপরের দিকে থাকে..!! এই বিষয়টা নিয়ে শউটে যখন সবাই তাকে চিপে ধরে তখন লেবু হাজার জনম আগের একটা রেফারেন্স দিয়ে বলে সেই ম্যাচে নাকি একাই দুইশত পাঁচশত রান করত..!! -misa- কিন্তু সে হাজার জনম আগে লেবুকে কেউ কোনো টীমেই নিত না..!! -hehe- এবার আমি হাম্বা ভাইয়ের VCF নিয়ে কিছু বলছি..!! # #yamazaki## এর আবার ভিসিএফে আলাদা ধরনের দাপট আছে..!! যদি বলি কি রকম তাহলে শোনো,, হাম্বার হাতে গোনা কয়েকটা ফিক্স কেনা প্লেয়ার আছে..!! ভিসিএফ টপিক দেওয়ার আগেই হাম্বার লাইন আপ তৈরি থাকে..!! দুই একবার ভাল খেলে থাকলেও ডাকস্টার হিসেবে তাকে ধরা যেতে পারে..!! হাম্বা ভাই ভুলেও ভুল করে যদি ভালো খেলে থাকে তাহলে সাউটে এসে বলে - অমুক তোকে আমি জুতায় -জুতানি- খেলা শিখ আমার দেখে..!! -vab- আরো অনেক মহাপুরুষ কে নিয়ে কিছু লিখতাম যেমন কিডস,, ম্যাক্সওয়েল,, রিক্ত,, কিন্তু ব্যাপারটা হলো তারা মজাটাকে মজার মত নিতে পারবে কিনা সেই ভেবে আমি ওদের নিয়ে আর বেশি কিছু লিখলাম না..!! ![]() |
8 Comments
761 Views
|