![]() হাই , অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এন্ড্রয়েড বর্তমান ভার্সন ২.৪ রিলিজ হয়েছে। এই ভার্সনে আমরা ইউজার দের বেশ কিছু ইস্যু সমাধান করতে সফল হয়েছি। এছাড়াও পুরাতন ফোন গুলোর সাপোর্ট দিতে পেরেছি। এফডি এপ মূলত তৈরি করা হয়েছে এফডিকে আরো সহজ ভাবে একসেস করার জন্য। আমরা যে কারনে এন্ড্রয়েড এপ রিকমেন্ড করিঃ ১. উন্নত ক্যাশিং সিস্টেম ২. অটো লগিন কোন বুক মার্কের প্রয়োজন নেই। ৩. লাইভ নোটিফিকেশন [লিমিট রেখে, আমরা অপ্রয়োজনীয় নোটিফিকেশন দেই না] ৪. ইজি একসেস ৫. ডেইলি বোনাস ৬. ফুল সিকিউর সকেট লেয়ার কানেকশন SSL এ পি আই ৭. যেকোন সময় নোটিফিকেশন অফ করতে চাইলে এপের সাইডবার থেকে সেটিংস থেকে অফ করতে পারবেন। ৭. এফডি এপ সরাসরি প্লে স্টোরে হোস্ট করা হয়েছে এজন্য গ্রাহক পাচ্ছেন প্লে স্টোরের সর্বশেষ সিক্যুরিটি আপডেটেড স্ক্যান (প্লে প্রটেক্ট ট্রেডমার্ক TM) যার ফলে আপনি পাচ্ছেন সম্পূর্ন নিরাপদ এপ এক্সপেরিয়েন্স। সম্প্রতি আমরা প্লে স্টোরে এপ আপডেট দেয়া সহ লিগেসি (৪-৫ বছরের পুরাতন) সেট গুলোর জন্য এপ রিলিজ করি। যার ফলে আইস্ক্রিম স্যান্ডুইচ থেকে বর্তমান এন্ড্রয়েড ভার্সন পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন। ভার্সন ২.৬ চেঞ্জলগসঃ Detailed notification with user image. # Tap and Hold over Any Image to Download That Image. # Android SDKLevel 30 [Android 11] Compatible Handset Support. # Updated Play Protect and Google Libraries Till 30 Sepetember 2020. ডাউনলোড লিঙ্কঃ প্লে স্টোরে সার্চ দিন অথবা নিচের লিঙ্কঃ প্লেস্টোরঃ FD App যদিও আমরা সব সময় রেকমেনড করি সরাসরি প্লেস্টোর থেকেই এপ নামাতে তাঁর পরেও অনেকেই প্লেস্টোর আনিন্সটল করে থাকেন ফলে আমাদের কাছে APK লিঙ্ক চেয়ে থাকেন আবার অনেকে বাইরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকেন। তাই তাদের জন্য রয়েছে অফলাইন লিংকঃ অফলাইন APK ডাউনলোডঃ FD APP 2.6 [Global] যারা প্রগ্রামিং সম্পর্কে ধারনা রাখেন তারা নিশ্চই জানেন গুগল প্লাটফর্মে একটা এপ পাব্লিশ করে মেইন্টেন করা কতটা চ্যালেঞ্জিং একটা বিষয়। যেহেতু প্রতিনিয়ত এটা পরিবর্তন হয়, নতুন আপডেট আসে, পুরানো কোড অবসিলিট হয়। তবুও কস্টগুলো আনন্দে পরিনত হয় যখন আপনার মুল্যবান একটি রিভিউ দিয়ে আসেন প্লেস্টোরে।
এছাড়াও কোন সমস্যা বা ইস্যু রিপোর্ট করতে পারেন। তবে রিপোর্ট করার আগে আপনার নেট কানেকশন, ডিভাইসের স্টোরেজ ইত্যাদি চেক করে নিবেন। এবং আপনার ফোনের মডেল এবং এন্ড্রয়েড অপারেটিং ভার্সন নম্বর মেনশন করবেন। আমরা চেস্টা করব যত দ্রুত সম্ভব প্রব্লেম ফিক্স করে আপডেট দিতে। ![]() |
44 Comments
3857 Views
|