_ তসলিমা নাসরিন ======================================= যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য, চুলে মুখে রঙ মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার। প্রেম হলে আমার যা কিছু এলোমেলো যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল, অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়! এতো যে পুরুষ দেখি চারদিকে, কই, প্রেমিক তো দেখিনা !
Posted By: vivi
Post ID: 3975
Posted on: 2 years 11 months ago
Authorized by: yamazaki
1 Comments693 Views
disabled_28259
Prem kora chele ba meye shobar pokkhei kotikor karon prem shudhu kaday