১। অনেক ব্যথা লুকিয়ে থাকে এই কথায় ☞ "ঠিক আছে,, its ok" . ২। অনেক চাওয়া লুকিয়ে থাকে এই কথায় ☞ "থাক লাগবে না ।" . ৩। অনেক আবেদন লুকিয়ে থাকে এই কথায় ☞ "তোমার ইচ্ছা ।" . ৪। অনেক জানা লুকিয়ে থাকে এই কথায় ☞ "আমি কিছু জানি না ।" . ৫। অনেক সাহায্য প্রার্থনা লুকিয়ে থাকে এই কথায় ☞ "আমার ক্ষতি হোক, তাতে তোমার কি ?" . ৬। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে এই কথায় ☞ "আমি তোমার কে ?" . ৭। অনেক স্নেহ লুকিয়ে থাকে এই কথায় ☞ "তুই ঘর থেকে এক্ষুন ই বের হয়ে যা ।" . ৮। অনেক অভিমান লুকিয়ে থাকে এই কথায় ☞ "আমি কিছু মনে করি নি ।" . ৯। অনেক বাঁধা প্রদান লুকিয়ে থাকে এই কথায় ☞ "তোর যা মন চায়, কর গা ।" . ১০। অনেক সাহায্য প্রদান লুকিয়ে থাকে এই কথায় ☞ "আমাকে কিছু বলতে আসবি না ।"
collected
Posted By: SHAKiB
Post ID: 3463
Posted on: 4 years 9 months ago
Authorized by: HiRA