Highly Compressed কি? আসলেই Highly Compressed ফাইল কাজ করে? এ নিয়ে আপনাদের ভুল ধারণা + আমার মতামত
Highly Compressed কি? আসলেই Highly Compressed ফাইল কাজ করে? এ নিয়ে আপনাদের ভুল ধারণা + আমার মতামত
Introduction by Riad
## আজ থেকে ২ বছর আগে এ কথাটির সাথে আমি পরিচিত হই। Highly Compressed নিয়ে আগে কখনও কাউকে লিখতে দেখি নি। আর এ নিয়ে সবার অনেক রকম ভুল ধারণাও আছে।
## আছ আমার অর্জিত কিছু জ্ঞান দিয়ে দেখি আপনাদের ভুল ধারণাটা ভাঙাতে পারি কিনা।
*Highly Compressed কি?@
## এর অর্থ কোনো কিছুকে চেপে ছোট করে ফেলা। তাও আবার উচ্চ পদ্ধতিতে। অর্থাৎ একদমই ছোট করে ফেলা।
## যেমন- বাস্তবজীবনে একটা স্পন্জ কে চাপ দিয়ে একদম ছোট করে ফেলা। তেমনি কোনো ফাইল বা ফোল্ডারকে Compress করে ছোট করে ফেলা।
*কিভাবে এটি সম্ভব? এও কি সম্ভব?@
## অবিশ্বাস্য হলেও তা সম্ভব। Encryption DES সিস্টেমে ডাটা Encrypt করার সময় এই আইডিয়ার জন্ম।
## কোনো ফাইলকে Zip করার সময় সেটিকে ১০০ ভাগে ভাগ (Split) করে compress হয়। বাস্তবে কোনো কিছুকে ভাগ করলে অনেক বেশি হয়ে যায়। কিন্তু এখানে উল্টো।
## আপনি নিজেই আপনার ফোনে ১০০টা ছবি একসাথে Compress ও একটা আলাদা করে Compress করে দেখতে পারেন। ১০০টার আসল সাইজ ১০০এমবি হলেও Compress করার পর ৯৬/৯৭mb দেখাবে। এটা Highly Compress নয়।
## Highly Compress এ আপনি ২/৩ জিবি বা ২০/৩০জিবি বা তারও বেশি বড় ফাইলকে কয়েক mb তে Compress করতে পারবেন।
*কিভাবে করবেন?@
## আপনার মোবাইলে এটা সম্ভব নয় কারণ এর জন্য ভাল মানের সিপিউ প্রয়োজন।
## পিসিতে এটি সম্ভব। WinRar, KGBArchiever দিয়ে সম্ভব। তবে,
## উন্নত মানের সিপিউ থাকতে হবে। Ram বেশি থাকতে হবে।
*এটা যখন সম্ভব, তাহলে কেউ করে না কেন?? বড় বড় ফাইল Highly Compress করলেই তো আমাদের Mb খরচ কমে যায়@
## কারণটা শুনুন। বাজারে যেয়ে উন্নতমানের সিপিউ এর কথা বলবেন। উন্নতমানের টাই দেখাবে। কিন্তু দাম শুনলেই বুঝবেন।
## দ্বিতীয়ত CPU যত ভালো হোক। ২জিবির একটা ফাইল কম্প্রেস করতে ৫-৬ঘন্টা লাগবেই।
## কম্প্রেসের মাঝে বিদ্যুত চলে গেলে আবার প্রথম থেকে স্টার্ট।
## বেশি চাপের ফলে দামি CPU Damaged
আর কিছু বলার প্রয়োজন নেই হয়ত। আপনারা বুঝে গেছেন।
*তবে নেটে যে অনেক Highly Compressed ফাইল আছে ঐগুলো?@
## যেগুলো পাবেন ঐগুলার একটাও কাজের না। দেখবেন যে এগুলা ছাড়ে সে দু একটা ছেড়েছে তার বেশি নয়।
## কারণ বুঝতেই পারছেন।হয়ত তার Cpu damaged নয়ত সময় পায় না। কেউ কেউ তো পাসওয়ার্ড দিয়ে রাখে।
## রাখবেই তো। এতো কষ্টের ফসল ফ্রিতে কে বিলি করবে।
*বুঝলাম, কিন্তু কাজের না কেন??@
## দেখুন। আজ পর্যন্ত কত Highly compressed Games + Movies ডাউনলোড করেছি তার হিসাব নাই।
## বেশিরভাগই Corrupted. কারণ একটাই Compress এর সময়ই ঐটা Corrupt হইছে। আপনারে কেউ ৫ঘন্টা ধরে গালি দিলে আপনিও Corrupt হইবেন।
## একটা ২mb মুভি ডাউনলোড করে Extract করছিলাম। ৯০০mb হইছে। মুভি ১০মিনিট দেখার পর Error.
##এ থেকে বোঝা যায়, highly compressed করা বুদ্ধিমানের কাজ না।
*সব Highly Compressed ফাইল কি ভুয়া?@
না। কিছু কিছু আসল। যেমন ধরেন ৬০০mb এর টা ৮০এমবিতে কম্প্রেসড।
নকল- ২জিবি কম্প্রেসড টু ১০/১২ এমবি। কিছু ব্যতিক্রমও আছে যেগুলো পিসি দিয়ে Extract করলে ঠিকমত চলে।
*আপনাদের কিছু ভুল ধারণা + সমাধান@
১) GTA Vice City + SA + Other Compressed গেম খোঁজা। কোনো লাভ নেই। এগুলা কোনো কাজের না। আমি সব ঘেটে খেয়েছি।
২) পাসওয়ার্ড এর জন্য Survey পুরণ। - কোনো লাভ নেই, আপনার সময় নষ্ট ঐ দিকে তাদের Per survey ১০$ পাওয়া। Its a trap!!
৩) নিজের কম্পিউটার দিয়ে Highly Compressed করার চেষ্টা। - আপনার সিপিউ এর কার্যক্ষমতা কমে যাবে + আগের চেয়ে স্লো কাজ করবে।
ধন্যবাদ।
Posted By: riadrox
Post ID: 2969
Posted on: 5 years 5 months ago
Authorized by: errol